হামিদা আক্তার হেনা: কুড়িগ্রামের চিলমারীতে ফ্রেন্ডশিপের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ পরিচালিত চরাঞ্চলের ১৮টি প্রাথমিক ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির আওতায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের বরণ ও সংবর্ধনা, র্যালি ও আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের উপর গল্প লেখার প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির চিলমারী এরিয়া অফিসের এ্যাসিসন্ট্যান্ট ম্যানেজার মোঃ মাহাবুব আলম, সুপারভাইজার মোঃ লিটন মিয়া, সামছুদ্দুহা ও মোছাঃ সেলিনা সারমিন কাকলী প্রমুখ।
Leave a Reply