স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে সিএইচএস-৮৮ এর কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে সিএইচএস-৮৮ কল্যাণ ট্রাষ্ট্রের সভাপতি মোঃ আবু জেয়াদ আজাদ বিপ্লব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী নি র্বাহী অফিসনার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ (জামান) ও রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকাঁ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় প্রকৌশলী মোঃ ফজলুল হক, খোরশেদ আলম বিপ্লব, মোঃ রহমত আলী, আমেরিকা থেকে ভার্চুয়ালি মোঃ জাকারিয়া বিপ্লব ও আব্দুল হালিম বিপ্লব বক্ত্য রাখেন। সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, গোলাম হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকাস্থ কুড়িগ্রাম সোসাইটির নবনির্বাচিত সভাপতি চিলমারীর কৃতি সন্তান প্রকৌশলী মোঃ ফজলুল হককে বীরমুক্তিযোদ্ধা সংগঠক শামসুল হক বিএসসি কারিগরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও সাপ্তাহিক যুগের খবর পরিবারের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা সংগঠক শামসুল হক বিএসসি কারিগরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মমিনুল ইসলাম, গোলাম হায়দার, হামিদা আক্তার হেনা, যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply