কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় হাল চাষের ট্রাক্টর উল্টে সুমন মিয়া (২২)নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এসময় ট্রাক্টরের বসে থাকা মালিক শিহাব উদ্দিন (২৬) গুরুতর আহত হন।
শনিবার ২৩ এপ্রিল বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সুমন মিয়া নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। আহত শিহাব উদ্দিন (২৫) একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে কিশামত শিমুলবাড়ি এলাকার নারায়ন চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশে দু’জন ট্রাক্টর নিয়ে যায়। হালচাষের জমিতে যাওয়ার আগেই কিশমাত শিমুলতলা এলাকার জমির একটি উচু আইল পার হতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়।
এসময় ট্রাক্টরে থাকা দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। আশেপাশের লোকজন এসে ট্রাক্টর সরিয়ে শিহাব উদ্দিনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই চালক সুমন মিয়া মারা যায় । পরে শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
এবিষয়ে ফুুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply