কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোহাম্মদ স্নিগ্ধ নামে দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল জানান, নিহত শিশুটি সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা মরদেহ দেখে চিৎকার করলে বাড়ীর লোকজন বাইরে এসে পানিতে ভাসমান স্নিগ্ধকে দ্রুত উদ্ধার করে। ততক্ষণে শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফজলুর রহমান।
Leave a Reply