আজকের তারিখ- Tue-21-05-2024

অবশেষে বধূবেসে কেয়া!

বিনোদন ডেস্ক: সিনেমা ক্যারিয়ারের শুরুটা ছিলো ছক্কা হাঁকিয়ে। মাঝে খেই হারিয়ে তারকাদ্যুতি ম্লান হলেও করোনার পুরোটা সময় নিজেকে ফিরে পেতে একের পর এক কাজ করে যাচ্ছেন। আনুষ্ঠানিক বিয়ের খবর পাওয়া না গেলেও সম্প্রতি একটি পোস্টে দুটি স্থিরচিত্রে তাকে পাওয়া গেলো বধূবেসে! আয়োজনের খবর ছাড়াই হাস্যজ্জ্বোল বধূবেস বেশ তাই পাঠকদের কৌতুহলের জন্ম দিয়েছে।
খবর নিয়ে জানা গেছে, চলতি মাসের ৫ জুন থেকে গাইবান্ধায় অবস্থান করছেন হার্টথ্রুব নায়িকা কেয়া। আর ছবিটি সেখান থেকেই পোস্ট করা। বধূবেসে বিয়ের আয়োজন সবটাই গাইবান্ধায়। গণমাধ্যমও কিছুটা কিংকর্তব্যবিমুঢ়। এ নিয়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করা হয় কেয়ার সঙ্গে। মুঠোফোন যতই বেজে যাচ্ছে কেয়ার বধূবেসে দৃশ্যটি ততই সত্য হয়ে ধরা দিচ্ছে। একপর্যায়ে সিনেমার পরিচালক মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনিও সাড়া দেন নি। একদিন পর ফোন ব্যাক করলে কেয়ার বধূবেস নিয়ে প্রশ্ন করা হয়। তিনি হাসতে হাসতে গড়িয়ে পড়েন। বলেন সিনেমার একটি দৃশ্যের জন্য তৈরি হচ্ছিলেন সেই ফাঁকে তার সঙ্গে সেলফি তুলে পোস্ট দিয়েছিলাম।
জানালেন, গত ৫ জুন থেকে টানা অবস্থান করছেন। আজ শেষ হবে কাজ। আগামীকাল থেকে শুরু হবে গানের দৃশ্যায়নের কাজ।
সিনেমার গল্প প্রসঙ্গে মেহেদী জানালেন, নব্বই দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে ‘জল জোসনা’ সিনেমাটি দুই গ্রামের ডাকাতদের ঘিরে নির্মিত। গল্পে রোমান্স, ফাইট যেমন আছে, তেমনি ড্রামাও আছে। এতে চারটি গান রাখা হয়েছে জানিয়ে নির্মাতা আরো বলেন- জে এম মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। মিউজিক করেছেন অভিজিৎ জিতু। সেদুল হোসেনের গীতে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা, কোনাল-তামজিদ সারোয়ার, নদী-রাজেশ মজুমদার এবং প্রবাসী শান্ত নীল। আর বিশেষ দৃশ্য পরিচালনা করেছেন আরমান।
এতে বিভিন্ন চরিত্রে কেয়ার পাশাপাশি অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার ব্যস্ত অভিনেতা বড়দা মিঠু, আসমা ঝিলিক, দুলারী, শিরিন আলম, শাহিন শাহ, আনোয়ার সিরাজী, সিমু আহমেদ প্রমুখ। সিনেমায় কেয়ার সঙ্গে জুটি বেধেঁছেন অর্ণব অন্তু।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )