আজকের তারিখ- Tue-21-05-2024
 **   ভিসানীতি নয়, অন্য আইনের প্রয়োগ আজিজ আহমেদের ওপর: ওবায়দুল কাদের **   কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদন **   শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী : প্রধানমন্ত্রী **   জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার **   মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম : আজিজ **   চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা উদয় শঙ্কর **   পুত্র সন্তানের মা হলেন ইয়ামি গৌতম **   ডেসটিনির পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত **   গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে না : বাইডেন **   গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৩৫ হাজার ছাড়ালো

আজ ভাওয়াইয়া’র রাজকুমার সফিউল আলম রাজা’র ৪৮ তম জন্মদিন

আজ শুক্রবার (০৮ জুলাই) প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা’র জন্মদিন। ১৭ মার্চ ২০১৯ এ তিনি মৃত্যু বরণ করেন। ঢাকার পল্লবীতে তাঁর প্রতিষ্ঠিত গানের স্কুল ‘কলতান সাংস্কৃতিক একাডেমী’তেই তাঁর মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যম ও শ্রোতা-দর্শকদের কাছে সফিউল আলম রাজা “ভাওয়াইয়া’র রাজা”, “ভাওয়াইয়া’র রাজকুমার” কিংবা “ভাওয়াইয়া’র ফেরিওয়ালা” নামেই পরিচিত ছিলেন। তিনিই একমাত্র ভাওয়াইয়া শিল্পী, যিনি টেলিভিশনে সর্বাধিক ভাওয়াইয়া পরিবেশন করেছিলেন। গতাণুগতিক ভাওয়াইকে তরুণ প্রজন্মের কাছে আধুনিক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। রাজধানীসহ সারা দেশে ভাওয়াইয়াকে বিস্তৃত পরিসরে পৌঁছে দেয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ‘ভাওয়াইয়া গানের দল’। সফিউল আলম রাজা ভাওয়াইয়া জগতের অন্যতম প্রখ্যাত এক শিল্পী। তার জনপ্রতিয়তা আর গায়কী প্রতিভায় ভাওয়াইয়া অঙ্গনে যোগ হয়েছে এক নতুন মাত্রা। একাধারে সাংবাদিকতা ও ভাওয়াইয়া গানের অন্তঃপ্রাণ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বাহের দেশের এই শিল্পী সফিউল আলম রাজা। তিনি দেশের সীমানা পেরিয়ে সুদূর অস্ট্রেলিয়াসহ একাধিক দেশে ভাওয়াইয়া পরিবেশন করেছেন। “ভাবের ছলে মজাইলেন মোক/বানাইলেন মোক বাউদিয়ে(ভবঘুরে)” তার গাওয়া গানের মতোই নব্বইয়ের দশকে সূদুর চিলমারীর বন্দর থেকে ঢাকায় পারি জমান। সেই যে যাত্রা শুরু হলো এই রাজকুমারের তারপর নিজস্ব প্রতিভায় একের পর এক সাংবাদিকতা ও গানে অনেক পুরস্কার জুটেছিল তার ভাগ্যে। তিনি ভাওয়াইয়া’র প্রচার-প্রসার ও তরুণ-প্রজন্মকে শেকড়মুখী করতে নিবেদিত প্রাণে কাজ করে গেছেন। নিজ জন্মস্থান চিলমারীর বন্দরে ঠিক শান্তি নিকেতনের আদলে একটি ভাওয়াইয়া ইন্সটিটিউট প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন। যেখানে নিয়মিত ভাওয়াইয়ার চর্চা ও গবেষনা হবে। থাকবে ভাওয়াইয়া মিউজিয়াম। মহাকাব্য হতে গিয়ে অর্ধ সমাপ্ত এক উপন্যাসেই ঠেকে গেছেন তিনি। ঝরা পালকের মতো ঝরে পরেছে ভাওইয়ার এই রাজকুমারের জীবন। যার জীবন গান দিয়েই শুরু এবং গান দিয়েই শেষ হয়ে যায়। রাজাদের কখনো মৃত্যু হয়না, তিনি বেচে থাকবেন তার গানে। ক্ষণজন্মা এই ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিকের আজ ৪৮ তম জন্ম বার্ষিকী। লেখকঃ কবি সুস্ময় মুকুট

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )