ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ক্যাম্পের মোড় থেকে গোলের হাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা মেরামত কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। তারপরেও কাজটি বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভূরুঙ্গামারীর সোনাহাট ক্যাম্পের মোড় থেকে গোলের হাট পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সিএলপি প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্স কাজটি পেলেও কাজটি বাস্তবায়ন করছে আমিনুল হক প্রাইভেট লি. নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৮ সালে কাজ শুরু করলেও এখন পর্যন্ত তা শেষ করেনি।
এদিকে কাজটি বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। রাস্তা মেরামতের কাজে বালুর পরিবর্তে মাটি এবং আনুপাতিক হারে পাথরের পরিমাণ কম দেওয়া হচ্ছে। শুধু তাইনয়, রাস্তার দু’পাশে সোল্ডারে মাটি দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।
এলাকাবাসীরা জানান, কাজের মান দেখার জন্য প্রকৌশল বিভাগের লোকজন থাকার কথা থাকলেও তারা নিয়মিত আসেন না। ফলে ঠিকাদারের লোকজন নিজেদের খেয়াল খুশিমত কাজ চালিয়ে যাচ্ছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেন জানান, বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয়েছে। সেজন্য মনে হচ্ছে মাটি দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের এসও জহুরুল হক জানান, যেখানে যেখানে কাজের মান খারাপ হয়েছে আমরা পুনরায় তা ঠিক করবো। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণে কাজ বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply