আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্বায়িত্ব অবহেলার অভিযোগে উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রহমান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের উচ্চতর গনিত ও জীববিজ্ঞান বিষয় দুটির পরীক্ষার প্রশ্ন পত্রও বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম বলেন,স্থগিত গনিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ শে অক্টোবর, কৃষি শিক্ষা ১১ অক্টোবর, রসায়ন ১৩ অক্টোবর ও পদার্থ বিজ্ঞান ১৫ অক্টোবর। অপরদিক প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আরও দুইজন শিক্ষক এবং ুএকজন অফিস সহকারী সুজন মিয়া গতিকাল বৃহস্পতিবার দুপুরে এদের কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাড়ালো ৬ জন। এদিকে ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সকালে ঐ বিদ্যালয় উপস্থিত হয়ে প্রাথমিক (বিভাগীয়) তদন্ত শুরু করেন। তিনি সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকদের জবানবন্দি রের্কড করেন।তিনি জানান,প্রশ্ন ফাঁসানের সাথে জড়িত কেউ রেহাই পাবেননা। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply