আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ এক যুবক গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩১ টি ইয়াবড়ি, ৪৫ গ্রাম হেরোইন ও ২ হাজার ৩৫০ টাকাসহ কবির হোসেন নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কবিরের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে। পুলিশ জানায়, গত রোববার রাতে দেওয়ানের খামার গ্রামে অভিযান চালিয়ে ওই মাদকসহ কবির হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত (ওসি) আলমগীর হোসেন বলেন, কবির হোসেনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কুড়িগ্রাম কারগারে পাঠানো হয়েছে।
Leave a Reply