আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোর্ওীণ পন্য বিক্রির অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানাযায়,কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার উপজেলার সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান সুত্রে জানাগেছে, গতকাল দুপুরে ভূরুঙ্গামারীর সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ তালমিছরি ও ঘিবিক্রির অভিযোগে ভাই ভাই স্টোরের মালিক জামাল উদ্দিন কে এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক ও গুড়া দুধ বিক্রির অপরাধে একই বাজারে আবু হানিফ স্টোরের মালিক শুভ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তফাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক এবং থানা পুলিশ সহযোগিতা করে।
Leave a Reply