কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার গ্রন্থাগার সেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের ভিতরবন্দ শিশুপার্ক চত্বরে এই মিলনমেলার আয়োজন করে ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী। এতে জেলার ৯টি উপজেলার প্রায় শতাধিক পাঠাগারের লাইব্রেরিয়ানসহ গ্রন্থগার সেবীরা অংশ নেন।
এ সময় লাইব্রেরির সভাপতি খন্দকার আমিনুল হক বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম, নাগেশ^রী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, শিক্ষাবিদ ও লেখক সুব্রত কুমার ভট্টচার্য, সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর।
পরে গ্রন্থাগার আন্দোলনে অবদান রাখাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মিলনমেলায় শিশুদের কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার হিসেবে বইসহ বাইসাইকেল উপহার দেওয়া হয়।
Leave a Reply