স্টাফ রিপোর্টার: ‘দুর্বার তারণ্য দিয়ে, রুখতে হবে বাল্যবিয়ে’ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ চিলমারী ইউনিটে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ রংপুরের ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) হুমায়ুন খালেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডিও চিলমারী’র স্টেশন ইনচার্জ বশির আহমেদ, চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট তারেকুজ্জামান, প্রকল্প অফিসার রেজওয়ান সাতিল, মনিটরিং রিভেলুয়েশন শহিদুল ইসলাম রিপন ও ৫ উপজেলার প্রকল্প সমন্বয়কগণ। দিন শেষে ৫ উপজেলার যুব প্রতিনিধিরা ৩টি বিষয়ের উপর আলোচনা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। পরে বিচারকরা সবার আলোচনা পর্যালচনা করে চিলমারী উপজেলার মিজানুর রহমান মিজান ও রুম্পা আক্তারকে শ্রেষ্ট আলোচক নির্বাচিত করে পুরষ্কার তুলে দেন। সম্মেলনে রৌমারী, রাজিবপুর, উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলার ৩৬টি ইউনিয়ন যুব ফোরামের ৭২জন যুব প্রতিনিধি অংশগ্রহন করেন।
Leave a Reply