আজকের তারিখ- Fri-17-05-2024

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  গতকাল মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারী একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাব চত্বরে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এর আগে সেখানে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীগের সহঃ সভাপতি আকতারুজ্জামান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এটি এম শাজাহান মানিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান,সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )