যুগের খবর ডেস্ক: নোকিয়ার লোগো বদলে যাচ্ছে। ৬০ বছরের মধ্যে এই প্রথমবার লোগো বদলাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুরনো নীল রঙা লোগোর বদলে রঙিন দুটি নতুন লোগো উন্মোচন করেছে নোকিয়া। যেখানে কয়েক ধরনের রঙের সমাহার রয়েছে। এবং নোকিয়া শব্দটি গঠন করতে পাঁচটি ভিন্ন আকৃতির ডিজাইন ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনের জগতে নিজেদের ধরে রাখার জন্য বেশ লড়াই করেছে কোম্পানি। তবে শাওমি, স্যামসাং সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের কাছে আর মাথা তোলার সুযোগ পায়নি নোকিয়া।
তবে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে তারা। আগের অবস্থান, মান ফিরে পেতে নতুন উদ্যোগ নিল নোকিয়া। ৬০ বছর পর বদলে ফেলল কোম্পানির লোগো। প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে তাই পুরোনো ভাবধারা থেকে এবার বেরিয়ে আসতে চলেছে নোকিয়া। দীর্ঘদিন পর আইকনিক লোগো পরিবর্তন করলো কোম্পানিটি।
Leave a Reply