আজকের তারিখ- Fri-17-05-2024

ভূরুঙ্গামারী হাট-বাজার ইজারা হয়নি

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ভূরুঙ্গামারী হাট-বাজার  ইজারা হয়নি বলে জানাগেছে, ১৪৩০ বঙ্গাব্দে ইজারা দেওয়া হয়নি। গত ২রা বৈশাখ শনিবার বছরের প্রথম হাট ছিল, সেই হাটের খাজনা আদায় করা হয় তফশিলদারের মাধ্যমে। অথচ ভূরুঙ্গামারী হাট-বাজার  ইজারা দেওয়া হয়নি। তহশিলদার/ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল করিম জানান,গত বছর ইজারাদারের লাভ না হওয়াতে  ভূরুঙ্গামারী সদর হাট-বাজার ইজারা দেওয়া  সম্ভব হয়নি। ২রা বৈশাখ শনিবার বছরের প্রথম হাট-বাজার । তওশিল অফিসের লোকজনের মাধ্যমে ভূরুঙ্গামারী  হাট-বাজারের খাজনা আদায় করা হয়। তিনি আরও জানান, ভূরুঙ্গামারী হাট-বাজারের ইজারা অনেক বেশি হাট- বাজারে গরুর হাটে গরু নেই। গতবার যাহারা ইজারা নিয়েছেন তারা লোকশান পোহাতে হয়েছে বলে জানান,  তাই তারা ইজারা নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,ভূরুঙ্গামারী হাট-বাজার  ইজারা অনেক বেশি হওয়ায় লাভের চেয়ে লোকশান বেশি। গতকাল হাট থেকে প্রায় দেড় লাখ টাকা খাজনা আদায় করা হয়। এ ভাবে কতদিন চলবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। অথচ ভূরুঙ্গামারী হাট-বাজার ইজারা দেওয়ার জন্য প্রথম আলো পত্রিকায় বড়সড় করে বিজ্ঞাপন দেওয়া হলেও হাট ইজারা দেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )