নুরুল আমিন, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: নব-গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ’নাগরিক কমিটির’ উদ্যোগে কুড়িগ্রামের রাজীবপুরে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১ ঘটিকা থেকে বিকেল ৪টায় অনুষ্ঠিত রাজীবপুর উপজেলা শিশু পার্কে এই সংবর্ধনার দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর ফারুকী। এ সময় দেশ ও জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভুমিকার প্রতি গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নাগবিক কমিটির সাধরন সম্পাদক ও রাজীবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কয়েকটি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার শিবেরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম, কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের আমিনা খাতুন, চর নেয়াজী বিএল উচ্চ বিদ্যালয়ের শাহিন আলম, সৈয়দ নজরুল কলেজের ইসরাত জাহান শিমুসহ সকল কৃতি শিক্ষার্থী নাগরিক কমিটির এই অন্যন্য আয়োজনের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম, রাজীবপুর ডিগ্রী কলেজের অধ্যাপক নুরুল হুদা, নুরুল হক, স্কুল শিক্ষক আজিবর রহমান, শাহ্জাহান আকুলসহ নাগরিক কমিটির অন্যান্য সদস্য এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply