
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২৩ খ্রি. শুক্রবার কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষ্যে সকাল ০৯ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর। জেলা জজ আদালত চত্বরে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মোছাঃ শারমিন আক্তার এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞ বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল এস, এম, নূরুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর এ-মুর্শেদ, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি মুসা মিয়া ও প্যানেল আইনজীবী মোঃ হুমায়ুন কবীর প্রমুখ। কারা কিভাবে কোথায় বিনামূল্যে আইনগত পরামর্শ, বিকল্প বিরোধসহ মামলা পরিচালনায় আইনগত সহায়তা পেতে পারে সে সম্পর্কে বক্তাগণ বিস্তর আলোচনা করেন এবং উত্তর উত্তর লিগ্যাল এইড এর সম্প্রসারণে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হতে ও সচেতন করতে আহ্বান জানান।
Leave a Reply