স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় থানাহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুটিমারী খেয়াঘাট সংলগ্ন চিলমারী উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার এর ছোট ভাই মোঃ ফজলুল হকের ব্রহ্মপুত্র তীরবর্তী বসত-ভিটা থেকে জোরপূর্বক ভিডিবালু কেটে নেয় এলাকার বালু খেকো মাসুদ বাহিনী।
গতকাল বুধবার সকালে বাড়ির মালিক ফজলুল হক ভিডিবালু কেটে নিতে বাঁধা দিলে মাসুদ বাহিনী তাকে মারডাং করে। বাবাকে মারডাং এর খবর শুনে কুড়িগ্রামে বসবাসরত ফজলুল হকের তিন ছেলে বাবাকে দেখতে দুপুর ১টার সময় পুটিমারী এলাকায় এসে পৌঁছিলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকা মাসুদ গং এর সন্ত্রাসী বাহিনী সুমন, মামুন, নয়ন, ফুলমিয়া, মিলন, জয়নাল, শাহনাজ, সুমি ও বিভাসহ আরো অনেকে ফজলুল হকের তিন পুত্র মোঃ আলম মিয়া, নুর ইসলাম ও আল আমিন কে বল্লম, টোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। আহতরা সকলে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে আবেদন করে দীর্ঘ দিনেও কোন প্রতিকার পায়নি গ্রামবাসী। আগামী বন্যায় এ অঞ্চল ব্রহ্মপুত্র নদে বিলীন হওয়ার আশঙ্কায় তারা আতংকিত।
চিলমারী মডেল থানার তদন্ত ওসি মোঃ মুশাহেদ খান বলেন, “একটি প্রভাবশালী চক্র” ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভিডি বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে চিলমারীর ব্রহ্মপুত্র তীরবর্তী ডান তীর রক্ষা প্রকল্প ও তীরবর্তী বসবাসরত হাজার হাজার পরিবার। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply