স্টাফ রিপোর্টার: বৈধকাগজপত্র না থাকায় কুড়িগ্রামের চিলমারীর দুটি ছ’মিলে অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা ও সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকায় এ অর্থ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান এ জরিমানা করেন।
তিনি জানান, বৈধকাগজ পত্র না থাকায় সাইফুল ইসলামের ছ’মিলে ১০ হাজার ও মিজু মিয়া ছ’ মিল থেকে পালিয়ে যাওয়ায় ১০ হাজার টাকাসহ ছ’মিলটিকে সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা বন সংরক্ষক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসাইন খানসহ চিলমারী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply