স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামের চিলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে- এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে, রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. মোজাফ্ফর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের আলী, থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমূখ।
শেষে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply