আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্ত্যক্ত করা এক স্কুল ছাত্রীকে শেষ পযন্ত ছুরিকাঘাত করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাত্রীর দাদি দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
তারা হলেন, তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কাজল (২১) ও শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মাসুদ রানা (২০) অভিযোগ সুত্রে জানাগেছে, কাজল দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিকেলে মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধলডাঙ্গা বাজারের কাছে কাজল ও মাসুদ তার পথ রোধ করেন। এক পর্যায়ে কাজল মেয়েটিকে কিল ঘুষি মারেন এবং মাসুদ ছুড়ি দিয়ে আঘাত করেন। শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ছুরির আঘাতে ছাত্রীটির ইউনিফর্মের ক্রস বেল্ট ও কামিজ কেটে যায় এবং দুই হাতে আঘাত লাগে। এ সময় ভয়ে মেয়েটি দৌড়ে এক বাড়িতে ঢুকে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানান,ছাত্রীর হাত ও গালে আঁচড়ের চিহ্ন ছিল। এ বিষয়ে যোগাযোগ করা হলে, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম বলেন, ছাত্রীকে ছুরিকাঘাত মারার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জবানবন্দি জন্য আহত ছাত্রীকে কুড়িগ্রাম জেলা ম্যাজিস্টেটের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply