
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সাবেক কর্মীরা। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের আয়োজনে রোববার বেলা ১০টা থেকে কুড়িগ্রাম শাপলা চত্বরে অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির প্রথমে শাপলা চত্বর মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম-রংপুর সড়ক, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক ও কুড়িগ্রাম-চিলমারীসড়কের দুইধারে দাঁড়িয়ে কয়েক হাজার ন্যাশনাল সার্ভিস কর্মী মানববন্ধন করেন। পরে অবস্থান কর্মসূচি এবং ৩ দিকের রাস্তা অবরোধ করে সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে.এম রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, নাগেশ্বরী উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, ফুলবাড়ী উপজেলার শাখার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এসে জেলা প্রশাসকের বরাত দিয়ে আগামী ৩ দিনের মধ্যে ন্যাশনাল সার্ভিস কর্মীদেরকে বিভাগীয় কমিশনারের সাথে মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত এবং চাকুরি স্থায়ীকরণ করে দেয়ার আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেন সমাবেশকারীরা।
Leave a Reply