আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে মোটরসাইকেলসহ ভারতীয় তিন কিশোরকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি) রবিবার ১১ই জুন দুপুরে বিজিবি সোনাহাট ক্যাম্পের একটি টহলকারী দল অবৈধভাবে অনু- প্রবেশের দায়ে তাদের কে আটক করে। রবিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের তিন কিশোর কে ফেরত পাঠাতে হয়েছে। আটক ওই কিশোরদের নাম আমিনুর রহমান (১৬) ইসমাইল হোসেন (১৫) ও নুর ইসলাম (১৬) তারা সকলে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার তিস্তা পাড়া থানার থিথমারী গ্রামের বাসিন্দা বলে জানান। বিজিবি সুত্রে,জানাগেছে, রবিবার দুপুরে বঙ্গসোনাহাট স্থল বন্দরে শুন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থল বন্দরে একটি গেট খোলা থাকায় ওই তিন কিশোর মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশ প্রবেশ করে। পরে বিএসএফ বিজিবি সোনাহাট ক্যাম্পে বিষয়টি অবহিত করে। আটককৃতরা পেশায় রাজ মিস্ত্রি। তারা ভুলে বাংলাদেশ ঢুকে পড়েছে বলে বিজিবি জিজ্ঞেসাবাদে জানিয়েছে।
Leave a Reply