যুগের খবর ডেস্ক: ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারে এখন প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। এমনকি এক পোয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। যা ঈদের আগের দিনও যা ৩০০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
শুক্রবার (৩০ জুন) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ঈদের ছুটিতে অধিকাংশ দোকানই বন্ধ। তবে যেসব দোকানে খোলা আছে তারমধ্যে বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে না কাঁচামরিচ। আর যে দু-একটা দোকানে বিক্রি হচ্ছে, সেগুলোয় দাম নেওয়া হচ্ছে ৫৫০-৬০০ টাকা। এমনকি ১০০ গ্রাম কাঁচামরিচের দাম নেওয়া হচ্ছে ৬০ টাকা। পাশাপাশি একে পোয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
মরিচের এমন দামে শুনে রীতিমতো তাজ্জব ক্রেতারা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলছেন, খাইলাম না কাঁচামরিচ। এক মাস তরকারিতে কাঁচা মরিচ না খেলে কিছু হবে না।
মুগদা কাঁচাবাজারের এক ক্রেতা বলেন, জীবনেও কাঁচা মরিচের এমন দাম দেখিনাই। অন্যান্য কোনো জিনিসের এত বেশি দাম উঠে নাই। ভাবছিলাম সালাদে-ভর্তায় খাওয়ার জন্য অল্প মরিচ কিনব। দাম দেখে আর কিনলাম না।
তারিকুল নামে আরেক ক্রেতা বলেন, এইটা কোনো কথা! এক কেজি কাঁচা মরিচ ৬০০ টাকা কিভাবে হয়। প্রয়োজনে সারাবছর কাঁচামরিচ খাব না, তাও এই দামে কিনব না।
Leave a Reply