আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ ই জুলাই মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ( পিআইও) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম। সভাপতিত্ব করেন পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার। প্রধান অতিথি শাহিনুর আলম বলেন, দুর্যোগ ও বন্যা কি? কি ভাবে দুর্যোগ ও বন্যা প্রতিরোধ করা যায়। এ বিষয়ে আলোচনা করেন। এবং পাইকেরছড়া ইউনিয়নে কোন কোন এলাকায় বন্যা কবলিত হতে পারে সেই এলাকা বা ওয়ার্ড গুলো চিহ্নিত করে সম্ভাব্য তালিকা তৈরি করতে ইউনিয়ন চেয়ারম্যান কে অনুরোধ করেন। এবং এ সকল এলাকার তথ্য গুলো রেজুলেশন করে একটি কপি প্রকল্প বাস্তবায়ন অফিসে জমা করতে বলেন। এ-সময় উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম সচিব পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ, শাহানুর আলম কৃষি উপ-সহকারী কর্মকর্তা পাইকেরছড়া ইউনিয়ন শাখা। আব্দুল লতিফ দৈনিক তৃতীয় মাত্রা পএিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ,আলা উদ্দিন ইউপি সদস্য, আবু সায়াদত মোঃ সাদ্দাম হোসেন ইউপি সদস্য,হারুন অর রশীদ ইউপি সদস্য, রেহেনা পারভিন সংরক্ষিত মহিলা সদস্য, আফজাল হোসেন প্রস ইমামসহ সংশ্লিষ্ট দুর্যোগ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ।
Leave a Reply