রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজলোয় উদ্ভদ্ধ করনের মাধ্যমে প্রায় ২ বিঘা জমিতে চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ দিয়ে রোপা আমন ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৮ আগস্ট সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের বামনের চর গ্রামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এই কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধদিপ্তররে আয়োজনে রোপা আমন ২০২২-২৩ অর্থবছরের মৌসুমে ‘রাইস ট্রান্সপ্লান্টার’এই যন্ত্রের সাহায্যে অতি অল্প সময়ে অধিক পরিমান জমিতে নিদিষ্ঠ দুরত্ব বজায় রেখে চারা রোপন করা যায়। যার ফলে কৃষকের ব্যয় কমার পাশাপাশি কম ১৮ থেকে ২০ দিন বয়সে রোপন করা যায়। ফলে রোপা আমন চাষের পর সরিষা চাষ অগ্রীম করা সম্ভব বলে জানান কৃষি অফিস। এদিকে কৃষকদের কে সরকারের দেওয়া যন্ত্রের ব্যবহার সম্পর্কে কৃষকে আগ্রহী করে তুলছেন। যার কারনে দিন দিন এই মেশিনের চাহিদা বাড়ছে। এ পর্যন্ত উপজেলায় ছয়টি ইউনিয়নে চাহিদার ভিত্তিতে প্রান্তিক কৃষকের মাঝে ছয়টি আধনিক প্রযুক্তির এ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিন বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, কৃষক রহিজ উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী। উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ চারা রোপণের যন্ত্র দিয়ে অতি অল্প সময়ে চারা রোপন করা যায়। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
Leave a Reply