মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশের ন্যায় প্রাথমিক পর্যায়ে কুড়িগ্রামের রৌমারীতে ১৫ টি স্কুলের ১ শত ৪০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি, সনদপত্র বিতরণ ও আর্থিক সহযোগীতা করা হয়েছে। সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সোমবার ২৮ আগস্ট বেলা ১১ টার দিকে উপজেলার মর্নিংসান কিন্ডার গার্টেন অফিস কক্ষে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ। তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান দিন দিন বাড়িয়ে তুলবে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিশুরা শিক্ষায় আরও মনোনিবেশ করবে এসব কথা চিন্তা করে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান এ উদ্যোগটি গ্রহণ করেন। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর কিন্ডার গার্টেন বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন গ্রেডে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। সারা দেশের সকল কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি স্কুলকে একই প্ল্যাটফর্মে এনে বস্তনিষ্ঠ ও নিরপেক্ষভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে শিক্ষার মানোন্নয়নে গঠনমূলক অবদান রাখাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য।
বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও মর্নিংসান কিন্ডারগার্টেন অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, প্রতিভা বিদ্যানিকেতন পরিচালক ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি রমিজ উদ্দিন,সিসটেক পাবলিকেশন এর উদ্ধতন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, বড়াইকান্দী কলেজ অধ্যক্ষ আমিরুল হক, ভারটেক্স মডেল স্কুল এন্ড কলেজ পরিচালক রেজাউল করিম,মরনিং বার্ড কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক আলমগীর করিব উজ্জল, রেডিয়াম মডেল স্কুলের অধ্যক্ষ মোহেব্বুল ইসলাম, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হাফিজুর রহমানসহ আরও অনেকে।
Leave a Reply