
মোঃ জাহাঙ্গীর শিকদার
চিলমারীর মৃত্তিকা- মানবের
অবিসংবাদিত প্রাণ,
তোমায় পেয়ে গর্বিত জাতি
নাহি প্রয়োজন ত্রাণ।
স্বাধীনতার সূর্য ছিনিলে
হে নির্ভীক সেনা,
কি দিয়ে শুধিবে জাতি
এ বিশাল দেনা।
সাত কোটিরে করিতে স্বাধীন
ঝরিছো লোহিত ঘাম,
কি দিয়ে দিবে জাতি
এ মহান প্রেমের দাম।
লোহিত শ্যামল বিজয় কেতন
অবদান তব সমর,
তাইতো তুমি অবিনাশী প্রাণ
হে চির অমর।
দেশের হিতে ব্রত তুমি
এ তব চিন্তা- চেতনা ধ্যান,
তাইতো তুমি এলাকাবাসীর
সফল চেয়ারম্যান।
এ জাতি উদ্ভাসিত আজ
ফিরে পেয়ে সম্ভ্রম,
সেতো তোমারই অবদান
এম এস এ এস বীরবিক্রম।
Leave a Reply