রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান।
সোমবার রাতে রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী কবিরাজপাড়া থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকে গ্রেফতার গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী কবিরাজপাড়া এলাকার বাসিন্দ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেফতার দুই কিশোরকে সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply