কুড়িগ্রম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, বুরো বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব, বগুড়া এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, নাগেশ্বরী এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান ও ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও অন্যান্য এলাকা ও শাখা ব্যবস্থাপক। এসময় দরিদ্র ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
Leave a Reply