রূপগঞ্জ প্রতিনিধি: বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন খাতে এক কোটির অধিক মানুষ সরকারি ভাতার সুবিধায় এসেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
তিনি বলেন, বর্তমানে কেবল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেই সাড়ে ৭০ হাজার ভাতাভোগী রয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের সুবিধাভোগীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা সুবিধা দিয়েছে। পাশাপাশি দেশের জন্য অবদার রাখা মুক্তিযোদ্ধাগণ সর্বাধিক গুরুত্ব আর মর্যাদা পেয়েছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, মাছুম চৌধুরী অপু, শিক্ষক মোক্তার হোসেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল আজিজসহ অনেকে।
ওই মিলন মেলায় উপজেলার সদর ইউনিয়নের ৮ হাজারের অধিক সুবিধাভোগীরা তাদের পক্ষ থেকে সরকারের এমন সহযোগীতায় সন্তুোষ প্রকাশ করেছেন।
সরকার কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ওই ইউনিয়নের ৮ হাজার ১৬৬ জন বিভিন্ন ভাতা সুবিধা পেয়ে আসছেন।
Leave a Reply