স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব হাতধেঅয়া দিবস পালিত হয়েছে। স্বপ্নপূরন সিএলএ এর উদ্যোগে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থা – প্রত্যাশা প্রকল্পের সহযোগীতায় ১৫ অক্টোবর -২০২৩, বিকেল ৩: টায় রমনা ইউনিয়নের সোনারীপাড়া গ্রামের শিশু, কিশোর কিশোরী দল এবং নারী আত্মসহায়ক দলের সদস্যদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। উক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত। দিবসের শুরুতেই র্যালি এরপর র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমনা ইউনিয়নের ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম, পরিবার কল্যান পরিদর্শিকা রুবাইয়া বিন জেসমিন – চিলমারী সদর হাসপাতাল, প্রোজেক্ট অফিসার আ: মালেক সরকার, প্রোজেক্ট একাউন্টেন্ট প্রেরিত ম্রুং, চাইল্ড প্রোটেকশন অফিসার মিতু রায় প্রমুখ।
Leave a Reply