আজকের তারিখ- Mon-06-05-2024
 **   উলিপুরে ব্রিজ ভাঙা, আতঙ্কে এলাকাবাসী **   সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি **   সেনাবাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী **   আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান! **   প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী **   দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রবিবার **   প্রধানমন্ত্রীর ভারত-চীন-ব্রাজিল সফরের প্রস্তুতি **   টিকিট কেটে সরকারি হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী **   লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বশান্তির লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ **   গণমাধ্যম স্বাধীন, অপপ্রচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চিলমারীতে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে দু‘টি রাস্তার কাজে বিভিন্ন অনিয়মসহ নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করার অভিযোগ উঠেছে। রাস্তা দু‘টির কাজ শুরু করে দীর্ঘ ১বছরেও কাজ শেষ না করায় ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার মানুষ।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপি-৩) এর আওতায় ২০২২-২৩অর্থ বছরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন থানাহাট ফরেষ্ট অফিস হতে রাজারভিটা পর্যন্ত ১হাজার ১৭০মিটার সড়ক পাকাকরণসহ ২ফুট মাপের ৩টি ইউড্রেন ও ৫ফুট মাপের ১টি কালভার্ট নির্মাণের কাজ পায় স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান পলাশ শিমুল ট্রেডার্স। যার চুক্তিমূল্য ছিল ৯৫লক্ষ ২৫হাজার ৬৭৯ টাকা এবং দিজেন্দ্রনাথের বাড়ী হতে পুটিমারী কাজলডাঙ্গা মৌজা সড়ক পর্যন্ত ১হাজার ২৬০মিটার রাস্তা পাকাকরণসহ ২ফুট মাপের ৩টি কালভার্ট নির্মাণের কাজ পায় কুড়িগ্রামস্থ মেসার্স স্বপ্নীল এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। যার চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪লক্ষ ৮৭হাজার ৩০৯টাকা। দুটি কাজই লটারীতে প্রাপ্ত ঠিকাদারের নিকট থেকে কিনে নেন উলিপুর উপজেলাস্থ ঠিকাদার মফিজুল হক (জর্দা হাজি)। কাজ দুটি ২০২২ সালের ২১সেপ্টেম্বর তারিখে শুরু হয়ে চলতি বছরের ২০ সেপ্টেম্বর তারিখে শেষ হওয়ার কথা থাকলেও অদ্যবধি কিছু কিছু স্থানে দায় সাড়াভাবে মাত্র ২০%-৩০% কাজ করা হয়েছে। যেটুকু কাজ করা হয়েছে তাও নিম্নমানের সামগ্রী দিয়ে সিডিউল বহির্ভূতভাবে করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, ফরেস্ট অফিস হতে রাজারভিটা রাস্তায় ডিপগ্রামের মাসুদ মিয়ার বাড়ী পর্যন্ত মাত্র ৭০০মিটার এলাকায় নিম্নমানের সামান্য খোয়া ও বালু ফেলা হয়েছে। নয়াবাড়ী গ্রামে রাস্তার ধারে প্যালাসেটিংয়ের পরিবর্তে ড্রামের টিন বাঁশের খুটি দিয়ে লাগানো হয়েছে। রাস্তার প্রস্থ ১০ফুটের স্থলে ৭ফুটে খোয়া ফেলানো হয়েছে। রাস্তাটিতে ৩টি ইউড্রেন ও ১টি কালভার্ট নির্মাণের কথা থাকলেও এখনও ইউড্রেন ও কালভার্ট নির্মাণ করা হয়নি। এসময় নয়াবাড়ী গ্রামের মোজাম্মেল হক জানান, তিনি ঠিকাদারের লোকদের ড্রামের টিনে বাঁশের খুটির পরিবর্তে কংক্রিটের খুটি লাগাতে বললে তার সাথে খারাপ ব্যবহার করা হয়। একই এলাকার আবু বকর সিদ্দিক, সবুজ মিয়া, সেকেন্দার আলী, ডিপগ্রামের দারোগ আলীসহ অনেকে জানান, যেটুকু কাজ করা হয়েছে তা নিম্নমানের সামগ্রী দিয়ে। তারা আরও জানান, কাজ শুরু করার বছর পেরিয়ে গেলেও কাজ না করায় পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে।
অপরদিকে দিজেন্দ্রনাথের বাড়ী হতে পুটিমারী কাজলডাঙ্গা মৌজা সড়ক পর্যন্ত রাস্তায় দেখা গেছে, দিজেন্দ্র নাথের বাড়ী সংলগ্ন এলাকায় সামান্য প্যালাসেটিং দিয়ে কয়েক গাড়ী বালু ফেলে রাখা হয়েছে। অপর প্রান্তে পুটিমারী কাজলডাঙ্গা মৌজা সড়ক এলাকা থেকে মাত্র ৩‘শ মিটার এলাকায় নিম্নমানের ইটের খোয়া ও বালু ফেলা হয়েছে। দায়সাড়াভাবে একটি কালভার্ট নির্মাণ করা হলেও বাকি দু‘টি নির্মাণ করা হয়নি। বিভিন্ন পুকুরের পাশ্র্র্বে প্যালাসেটিং দেয়ার কথা থাকলেও ধীরেন্দ্র নাথের বাড়ীর পুকুরে সামান্য প্যালাসেটিং দেয়া হয়েছে যা পানির নিচে পড়ে গেছে। এসময় অধিকারীপাড়া গ্রামের রাশেদুল ইসলাম, বিনয় কৃষ্ণ বর্মন, আতিকুর রহমান, ধিরেন্দ্র নাথ বর্মন, সানোয়ার হোসেনসহ অনেকে জানান, অনেক আগে কাজ শুরু করা হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে সামান্য কাজ করে ফেলে রাখা হয়েছে। অধিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিম্নমানের খোয়া ও বালু পড়ে থাকতে দেখা গেছে। দিনেশ চন্দ্র রায় বলেন, কাজ ভাল করার কথা বললে ঠিকাদারের লোক বলে সিডিউল দেখে আসেন।
ঠিকাদার মফিজুল হক (জর্দা হাজী)’র সাথে কথা বলতে তার মুঠোফোনে বার বার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।
থানাহাট ফরেষ্ট অফিস হতে রাজারভিটা পর্যন্ত কাজের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শের আলী জানান, কাজ ভাল করানোর জন্য খোয়া টেস্টে পাঠিয়েছি। টেস্টের ফলাফল আসলেই কাজ শুরু হবে। কাজের সময় বাড়িয়ে নিয়ে কাজ সম্পন্ন করা হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমান জানান, কাজ দুটি মফিজুল হক জর্দা সাহেব কিনে নিয়েছেন। আমরা তাকে বার বার চিঠি দেয়া সত্বেও বিভিন্ন অজুহাতে কাজ করতে দেরী করেছেন। বর্তমানে কাজ চলমান রয়েছে, সময় বৃদ্ধি করে কাজ শেষ করা হবে। ওই ঠিকাদার আমাদের খুব হ্যারেজমেন্ট করেছে। নিশ্চিত থাকেন আমাদের পক্ষ থেকে কাজে ১%ও ছাড় পাবে না। কাজ সঠিকভাবে আদায় করে নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )