স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের হরতাল, অগ্নী সন্ত্রাস, নৈরাজ্য, দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চিলমারীতে ডাঃ ফারুকুল ইসলাম ফারুকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোড়গাছ পুরাতন বাজার থেকে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়ে জোড়গাছ নতুন বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে রানা হোটেলের সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন, রমনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: আজগর আলী সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, কুড়িগ্রাম- ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎক আলহাজ্ব ডাঃ মোঃ ফারুকুল ইসলাম ফারুক, রমনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক একেএম নাদিরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুকুল, সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ আনোয়ার পলাশ, যুবলীগ নেতা রেজাউল কবীর খুশুসহ উপজেলা আঃলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বিএনপি-জামায়াতের দেশবিরোধী নৈরাজ্য-সন্ত্রাস, হরতাল-অবরোধ প্রতিহত করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগনের প্রতি আহবান জানান।
Leave a Reply