এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
“তারুণ্যে সমাবেশ জয়যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় চিলমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, কেক কাটা, দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ, শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিলমারী উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জামিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রন্জু, সাংগঠনিক সম্পাদ মোঃ আশরাফুল আলম ফরিদ, ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ ফারুকুল ইসলাম ফারুক, যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ রেজাউল কবীর খুশু, মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টু, জাহিদ আনোয়ার পলাশ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ বদিউল ইসলাম বদরুল ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নজরুল হক চৌধুরী চাঁদ, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুকুল, মাজেদুল ইসলাম মিঠু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এ, কে, এম নাদিরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মিজান, মোঃ শাহাজাহান মিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিলমারী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা আবু আবদুল্লাহ সিদ্দিক শুভ।
Leave a Reply