আজকের তারিখ- Mon-20-05-2024

চিলমারী: সরকারি মোটর সাইকেল পারিবারিক কাজে ব্যবহার বিল উত্তোলন হচ্ছে সরকারি কাজের

স্টাফ রিপোর্টার: স্ত্রী সরকারি কর্মকর্তা অথচ সরকারি মোটরসাইকেল ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তার স্বামী। পরিদর্শনের নামে তেল ও মেরামতের ভুয়া বিল উত্তোলন করা হচ্ছে। এ অভিযোগ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’র উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অতিঃ) আমিনা খাতুনের বিরুদ্ধে।
জানা গেছে, আমার বাাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক (অতিঃ) আমিনা খাতুন চিলমারীতে যোগদানের পর থেকেই প্রভাব খাটিয়ে আসছেন। বিভিন্ন খাতের ভুয়া বিল ভাউচার করে টাকা উত্তোলন, মাঠ কর্মীসহ সুবিধাভোগিদের হয়রানী করছেন। এছাড়াও সরকারিভাবে একটি মোটর সাইকেল বরাদ্দ থাকলেও সেটি তিনি ব্যবহার না করে তার স্বামীকে ব্যবহার করতে দিয়েছেন। কুড়িগ্রাম-হ ১১-৮১৫৯নং মোটর সাইকেলটি কর্মকর্তার স্বামী সহকারী শিক্ষক নাজমুল হোসাইন নিজস্ব কাজে ব্যবহার করলেও কর্মকর্তা আমিনা বেগম ভুয়া বিল ভাউচারের মাধ্যমে তেলের টাকা ও মেরামতের নামে হাজার-হাজার টাকা উত্তোলন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাঠকর্মী জানান, ভাই আমরা বলে কি করবো কোন কথাই বলা যায় না তার সাথে। কিছু বললেই শোকজ করার হুমকি দেন। তারা আরো বলেন, প্রকল্পের কর্মকর্তা আমিনা খাতুনের স্বামী উলিপুর উপজেলার সাতা লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। তিনি মোটর সাইকেল স্কুল যাতায়াতসহ ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন দীর্ঘদিন থেকে। এছাড়াও ভ্রমণ না করেই ভ্রমণ ভাতার নামে মোটা অংকের টাকা আতœসাৎ করছেন। আমরা মাঠ কর্মী প্রতিবাদ করলেই শাস্তি উল্টো আমাদের হবে। তাই মুখ বুঝে থাকা ছাড়া কিছু করার নেই।
অনুসন্ধানে দেখা যায়, আমিনা বেগমের জন্য বরাদ্দকৃত মোটর সাইকেলটি তার স্বামী নাজমুল হোসাইন নিয়ে স্কুল যাতায়াত করেন। স্কুলের পাশেই দেখা যায়, সেই মোটর সাইকেলটি। এছাড়াও ২০১৮-১৯ অর্থবছরে মোটর যানবাহন- ৩হাজার ১০০ টাকা, পেট্রোল- ৫হাজার ৪১৪টাকা, ভ্রমণ ভাতার নামে- ২৫হাজার ৮০০টাকা খরচ দেখানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক (অতিঃ) আমিনা খাতুনের সাথে তার ফোন নাম্বারে একাধিক বার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্পের সভাপতি এ, ডবিøউ, এম রায়হান শাহ্ এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে যুগ্ন-সচিব উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও সমন্বয়) আমার বাড়ি আমার খামার প্রকল্প মোঃ নজির আহমেদ বলেন, প্রকল্পের গাড়ি প্রকল্পের কাজ ব্যতিত অন্য কাজে কিংবা অন্য কেউ তা ব্যবহার করতে পারবে না। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )