আন্তর্জাতিক ডেস্ক: ‘নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের অবদান’ নিয়ে গবেষণা করে ভারতের অন্ধ্রপ্রদেশের আদিকবি নান্নয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পান তিনি ভারতের হায়দ্রাবাদের টেনিস তারকা নয়না জায়সওয়াল ২২ বছর বয়সে সম্পন্ন করেছেন পিএইচডি ডিগ্রি। আট বছর বয়সে মাধ্যমিকের গন্ডি পেরোনো নয়না স্নাতক শেষ করেন ১৩ বছর বয়সে। এরপর এশিয়ার সর্বকনিষ্ঠ হিসেবে হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন স্নাতকোত্তরের পড়ালেখা। ১৬ বছর বয়সে ভারতের অন্ধ্রপ্রদেশের নান্নয়া বিশ্ববিদ্যালয়ে “নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের অবদান” শীর্ষক পিএইচডি ডিগ্রি শুরু করেন নয়না। এ বছরের এপ্রিলে শেষ করেন পিএইচডি। এখন তার বয়স ২২; তাকে ভারতের সর্বকনিষ্ঠ পিএইচডি ডিগ্রিধারী হিসেবে উল্লেখ করেছে ভারতী পত্রিকা দা প্রিন্ট। ক্রীড়াবিদ হিসেবেও নাম কুড়িয়েছেন নয়নার। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেবিল টেনিসে জিতেছেন একাধিক পুরস্কার। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের সঙ্গে কথা বলার সময় নয়না বলেন, “স্নাতকোত্তর শেষ করে পিএইচডি ডিগ্রি করার বিষয়ে ভাবছিলাম। এ সময় মনে হলো আমি নিজে যেহেতু নারী; তাই নারীর ক্ষমতায়ন বিষয়ে আগ্রহী হয়ে উঠলাম। ভারতের মতো একটি দেশে দারিদ্র্য দূরীকরণে ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কীভাবে কাজ করেছে সেটি খুবই তাৎপর্যপূর্ণ। নয়না শৈশব থেকেই বাবা-মায়ের সহায়তায় হোমস্কুলিং করেছেন। নয়নার পিএইচডি তত্বাবধায়ক ছিলেন প্রফেসর মুরু মুত্যালু নাইডু। তিনি বলেন, “আমি কৃষ্ণদেবরায় ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে অধ্যাপনা করি। ডেপুটেশনে আদিকবি নান্নয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলাম। ঘটনাক্রমে ও সৌভাগ্যবশত নয়না জয়সওয়ালের সঙ্গে দেখা। তার সঙ্গে কথা বলে বুঝেছিলাম, সে শিশু প্রডিজি।” পরে তাকে ওই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার আমন্ত্রণ জানানো হয়। নয়নার বক্তৃতা শোনার পর বিশ্ববিদ্যালয়টির সকল ডিন ও বিভাগীয় প্রধান গবেষণা করতে সেখানে ভর্তির পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি সভা ডেকে নয়নার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply