আজকের তারিখ- Sat-04-05-2024
 **   দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রবিবার **   প্রধানমন্ত্রীর ভারত-চীন-ব্রাজিল সফরের প্রস্তুতি **   টিকিট কেটে সরকারি হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী **   লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বশান্তির লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ **   গণমাধ্যম স্বাধীন, অপপ্রচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী **   আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে: কাদের **   শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর **   বিরক্ত হয়েই শাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস **   মহান মে দিবস আজ **   দৈনিক আজকালের খবরের এজিএম মো. সিরাজুল ইসলাম খান আর নেই

রেড সি উৎসবে পাকিস্তান-ভারতের জয়জয়কার

বিনোদন ডেস্ক: ব্যাপক আলোচনার মধ্য দিয়ে পর্দা নামলো জেদ্দায় অনুষ্ঠিত তৃতীয় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর শেষবিকেলে পাকিস্তান-ভারতের জয়জয়কার ছিলো চোখে পড়ার মতো। আসরে পাকিস্তানের ‘ইন ফ্লেমস’ সেরা ছবির পুরস্কার জিতলো। ভৌতিক ছবিটি পরিচালনা করেছেন জারার কান। তার হাতে উঠেছে নগদ অর্থ ছাড়াও সোনালি ইউসর ট্রফি। সেরা কাহিনিচিত্র হিসেবে অর্থ ছাড়াও রুপালি ইউসর পেয়েছে ভারতের ‘ডিয়ার জাসসি’। -খবর দ্যা ন্যাশনাল।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেদ্দার রিৎজ কার্লটন থিয়েটারে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
কানাডা প্রবাসী পাকিস্তানি নির্মাতা জারার কানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইন ফ্লেমস’। ৭৬তম কান উৎসবের সমান্তরাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে সেন্টারপিস বিভাগে জায়গা করে নেয় এটি। ৯৬তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগের জন্য পাকিস্তান থেকে মনোনয়ন পেয়েছে এই ছবি।
উর্দু ভাষায় নির্মিত ৯৮ মিনিটের ‘ইন ফ্লেমস’ ছবির গল্পে দেখা যায়, করাচিতে পরিবারের কর্তার মৃত্যুর পর মা ও মেয়েকে শোক সইবার পাশাপাশি বিভিন্ন উৎপীড়নের সঙ্গে সংগ্রাম করে যেতে হয়। সমাজে সম্মান নিয়ে টিকে থাকতে তারা পরস্পরের মধ্যে শক্তি খুঁজে নেয়। এতে অভিনয় করেছেন রামেশা নাওয়াল, বখতাওয়ার মাজহার, ওমর জাভেদ, বাজদান শাহ, মোহাম্মদ আলি হাশমি, জিবরান খান ও আদনান শাহ।
রুপালি ইউসর জয়ী ‘ডিয়ার জাসসি’ পরিচালনা করেছেন টারসেম সিং ধান্ডওয়ার। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্ল্যাটফর্ম প্রাইজ জিতেছে এটি। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ১২ মিনিট। ছবিটির গল্প পাঞ্জাবি-কানাডিয়ান নারী জাসবিন্দর কৌর সিধুর সত্যি জীবনে অনুপ্রাণিত, যিনি নিজের চেয়ে নিচু শ্রেণির কর্মজীবী একজন মানুষকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু জাসবিন্দরের পরিবার মেনে নেয়নি। এতে অভিনয় করেছেন পাভিয়া সিধু ও যুগাম সুদ।
ব্রিটিশ-ফিলিস্তিনি পরিচালক ফারাহ নাবুলসির ‘দ্য টিচার’ পেয়েছে জুরি প্রাইজের ২০ হাজার ডলার (২২ লাখ টাকা)। এতে দারুণ নৈপুণ্যের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন ফিলিস্তিনের সালেহ বাকরি। দুটি পুরস্কার গ্রহণ করেন ফারাহ। তিনি বলেন, ‘সালেহ আজ এখানে থাকলে নিশ্চিতভাবেই বলতেন, গাজায় গণহত্যা বন্ধ হোক।’
৭৬তম কান উৎসবের আরেক সমান্তরাল শাখা ক্রিটিকস উইকে নির্বাচিত জর্ডানের ‘ইনশাল্লাহ অ্যা বয়’ ছবিতে হৃদয়ছোঁয়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইসরায়েলি তারকা মুনা হাওয়া। উজবেকিস্তানের ‘সানডে’র জন্য সেরা পরিচালক হয়েছেন শোকির খোলিকভ। উদীয়মান তারকা পুরস্কার পেয়েছেন সৌদির অভিনেত্রী নূর আল খাদরা। এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ইয়াসির আল-ইয়াসিরির ‘হাওজান’- এবং আব্দুল মোহসেন আলধাবানের ‘ম্যাচমেকার’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
৭৬তম কান উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত তিউনিসিয়ার কাওথার বেন হানিয়ার প্রামাণ্য চলচ্চিত্র ‘ফোর ডটার্স’ সেরা প্রামাণ্যচিত্র হয়েছে রেড সি উৎসবে।
প্রতিযোগিতা বিভাগে ছিল আরব অঞ্চল, এশিয়া ও আফ্রিকার ১৭টি চলচ্চিত্র। এর মধ্য থেকে বিজয়ী নির্বাচনে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ‘এলভিস’ ছবির অস্ট্রেলিয়ান পরিচালক ব্যাজ লারম্যান।
এবারের রেড সি উৎসব শুরু হয় গত ৩০ নভেম্বর। উদ্বোধনী আয়োজনসহ গোটা আসরে অতিথি হয়ে এসেছিলেন হলিউড ও বলিউডের হেভিওয়েট তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য জনি ডেপ, উইল স্মিথ, ক্রিস হেমসওর্থ, শ্যারন স্টোন, হ্যালি বেরি, গোয়াইনেথ প্যালট্রো, নিকোলাস কেজ, জেসন স্টেটহাম, আড্রিয়ান ব্রডি, ডায়েন ক্রুজার, অ্যান্ড্রু গারফিল্ড, হেনরি গোল্ডিং, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )