হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ইসলামী স্কুল চিলমারীর” আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার (৩১শে ডিসেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে, থানাহাট ইউনিয়নের উপজেলা পরিষদ গেটের ৫০ গজ পুর্ব দিকে, ইসলামী স্কুল চিলমারী এর মাঠে নানান আয়োজনের মধ্যে দিয়ে, উক্ত স্কুলের পরিচালক মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ জামিউল ইসলাম, মাওলানা মোঃ আবু সায়েম রসুলপুরী, রাজার ভিটা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক, মাওলানা মোঃ জিয়াউর রহমান জিয়া,
প্রেসক্লাব চিলমারীর সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোঃ ছাবেদ আলী মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বজরা তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল মতিন, মাওলানা মোঃ নুরুল হুদা, মাওলানা মোঃ নুরুল আমিনসহ সকল শিক্ষার্থীদের অবিভাবকগন, এলাকার গন্যমাণ্য ব্যাক্তিসহ আরও অনেক উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ গোলাম মোস্তফা।
Leave a Reply