এস, এম নুআস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮, কুড়িগ্রাম-৪ আসনে ৮১ হাজার ১‘শ ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ঈগল প্রতীকে মুজিবুর রহমান বঙ্গবাসী পেয়েছেন ১২ হাজার ৬‘শ ৫২ ভোট।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিলে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। কুড়িগ্রাম-৪ আসন চিলমারী, রৌমারৗ রাজিবপুরে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে এ, কে, এম সাইফুর রহমান বাবলু লাঙ্গল প্রতীকে পান ১২ হাজার ২‘শ ৮১ ভোট, ডাঃ মোঃ ফারুকুল ইসলাম ফারুক ঢেঁকি প্রতীকে পান ৭ হাজার ৮‘শ ১৯ ভোট। মোঃ শহিদুল ইসলাম শালু ট্রাক প্রতীকে পান ২ হাজার ৫‘শ ৪১ ভোট, শাহ মোঃ নুর-ই শাহী কলারছড়ি প্রতীকে পান ৬‘শ ৭১ ভোট। তৃণমুল বিএনপির আতিকুর রহমান খান সোনালী আঁশ প্রতীকে পান ৩‘শ ৯৬ ভোট। কৃষক-শ্রমিক-জনতা লীগের গামছা প্রতীকে মোহাম্মদ আবু শামীম হাবীব পান ২‘শ ০১ ভোট। মোঃ মাছুম ইকবাল কাঁচি প্রতীকে পান ১‘শ ২৮ ভোট। জাতীয় পার্টি জেপি‘র বাই সাইকেল প্রতীকে মোঃ রুহুল আমিন পান ১‘শ ১৩ ভোট। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মোঃ আব্দুল হামিদ পান ৭০ ভোট। আজ সন্ধ্যায় বিজয়ী সংসদ সদস্য অ্যাভোকেট বিপ্লব হাসান পলাশ চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে দলীয় নেতকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু।
Leave a Reply