নুরবক্ত আলী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম- ৩ উলিপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪শ ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলহাজ্ব অধ্যাপক ডাঃ আককাছ আলী সরকার পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৬০ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার উলিপুর ও ২৭ কুড়িগ্রাম- ৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার আতাউর রহমান এ ফলাফলের তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১শ ৩৯টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রে ১শ ৩৯জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮শ ৬জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ৬শ ১২জন পোলিং কর্মকর্তা নির্বাচনী দ্বায়িত্ব পালন করেন। এ আসনে মোট ভোটার রয়েছে তিন লাখ ৪৭ হাজার ২শ ৬১জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৫শ ৭০জন। নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৬শ ৯১জন।