এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, এইচ, এম রহিমুজ্জামান সুমন, বিপ্লব হাসান পলাশের নির্বাচনী সমন্বয়ক চিলমারী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ফজলুল হক মনি, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মিনু প্রমুখ এর আগে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মোটর শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, শিশু নিকেতন চিলমারীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রাতে রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়, পরদিন রমনা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
Leave a Reply