এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে সোনালী ব্যাংকের আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে চিলমারী উপজেলার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে সোনালী ব্যাংক চিলমারী শাখা চত্বরে সোনালী ব্যাংক পিএলসি‘র উদ্যোগে এবং ব্যাংকার্স ক্লাব রংপুরের সৌজন্যে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, রংপুর মোঃ শাখাওয়াত হোসেন, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক এবং ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এহসানুল কবীর, সোনালী ব্যাংক রংপুরের জিএম মোঃ রশিদুল হক, কুড়িগ্রামের ডিজিএম মোঃ আব্দুল বারেক চৌধুরী, মেঘনা ব্যাংক রংপুর এর ব্যবস্থাপক এবং ব্যাংকার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ একরামুল হক, অগ্রণী ব্যাংক রংপুরের এজিএম মোঃ আতাউর রহমান, সোনালী ব্যাংক চিলমারী শাখা ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
Leave a Reply