স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ৫০ বছরেরও বেশি সময় পর ইউপি সদস্যের ব্যক্তিগত অর্থে মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় স্থানীয়রা উচ্ছ্বসিত হয়েছেন।
উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফথানা মধ্য সরকার পাড়া এলাকায় বাইতুল আমান মসজিদ হতে গফুর কাজির বাড়ি পর্যন্ত ৯০০ ফিট রাস্তায় ইউপি সদস্য রফিকুল ইসলামের তার ব্যক্তিগত টাকা দিয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করেছেন। দীর্ঘ একটা সময় পর রাস্তায় মাটি ভরাটের কাজ হওয়ায় স্থানীয়রা উচ্ছ্বসিত হয়েছে।
রহিমা বেগম বলেন, বন্যা আসলে রাস্তায় সাঁতার দিতে হয়। আমার বিয়ের পর থেকে দেখেছি কেউ আসে নাই। রাস্তায় কেউ মাটি কাটে নাই। অনেক মেম্বার ছিল কেউ কাজ করে নাই। রফিকুল মেম্বার যে কাজ টা করে দিচ্ছে এর জন্য আমরা সবাই খুশি।
শহিদুল ইসলাম বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে কোনো মেম্বার চেয়ারম্যান কাজ করে নাই। এত দিন পর যে কাজ শুরু হয়েছে তার জন্য আমরা সবাই খুশি।
রমনা মডেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের চলাচলের অসুবিধা। বন্যার সময় এখানে অথৈ পানি থাকত। আমি দীর্ঘদিন থেকে চেষ্টা করছি পরে আমার ব্যক্তিগত টাকা দিয়ে ৯০০ ফিট রাস্তার কাজ শুরু করেছি। যদি বেঁচে থাকি তাহলে কতৃপক্ষের সাথে কথা বলে আগামী বছর কার্পেটিং করে দিবো রাস্তাটি।
Leave a Reply