স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট এম, ইউ উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মাঝে চাদর ও কম্বল বিতরণ করে সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ ফারুকুল ইসলাম, ফারুক। এ সময় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, আব্দুল হালিম সরকার, শরীফের হাট এম, ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, মোঃ জিয়াউল ইসলাম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত দু‘দিন ধরে চিলমারী উপজেলার চরাঞ্চল নয়ারহাট, চিলমারী, অষ্টমীরচর ও রাণীগঞ্জ ইউনিয়নে প্রায় ১ হাজার ৫‘শ শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply