রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় মধ্যকুমরপুর এম.এল হাই স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, মধ্য কুমরপুর এম.এল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, অফিস সহকারী আইয়ুব আলী, ইউপি সদস্য হামিদুল ইসলাম, ভোগডাঙ্গা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক জাকিরুল ইসলাম সহ অনেকে। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, সুলতানা রাজিয়া প্রমূখ। বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হলে এডিস মশার বিস্তার রোধে কিছু সহজ নিয়ম কানুন মেনে সকলকে সচেতন হতে হবে। এবং বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অপরদিকে, রাজারহাট উপজেলায় বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজারহাট ৩নং ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, ধলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বীর মুক্তযোদ্ধা মোঃ জহুর আলী, হাসপাড়া জামে মসজিদের ইমাম মোঃ হাসিবুর রহমান, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া প্রমূখ। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ। অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাল্য বিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সংহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন।
Leave a Reply