আজকের তারিখ- Fri-03-05-2024
 **   টিকিট কেটে সরকারি হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী **   লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বশান্তির লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ **   গণমাধ্যম স্বাধীন, অপপ্রচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী **   আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে: কাদের **   শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর **   বিরক্ত হয়েই শাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস **   মহান মে দিবস আজ **   দৈনিক আজকালের খবরের এজিএম মো. সিরাজুল ইসলাম খান আর নেই **   চিলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬ কেজি গাঁজা সহ আটক ২  **   আওয়ামী লীগ সরকারকে কেন উৎখাত করতে হবে, অপরাধ কি?

কাজ শুরুর ৫বছর উদ্বোধনের নয় মাস পরেও চালু হয়নি চিলমারী উপজেলা মডেল মসজিদ

স্টাফ রিপোর্টার: উদ্বোধনের পর দীর্ঘ ৯মাস পেরিয়ে গেলেও চালু হয়নি কুড়িগ্রামের চিলমারী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ২০২০ সালের অক্টোবর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৪সালে এসেও কাজ বাকি রয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে, চালু হবে মসজিদের কার্যক্রম, তা বলতে পারছেন না কেউই। উপজেলার একমাত্র মডেল মসজিদের নির্মাণ কাজে ধীরগতির কারণে ক্ষুব্ধ এলাকাবাসী।
জানা গেছে, সারাদেশে ৫৬০টি মডেল মসজিদের মধ্যে কুড়িগ্রামের চিলমারীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। কাজের জন্য রংপুরস্থ তারাগঞ্জ উপজেলাধীন ইকরচালী এলাকার মেসার্স সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয় ২০১৯ সালের ২ মে তারিখে। যার চুক্তি মূল্য ছিল ১১ কোটি ৩৫লক্ষ ৭৪হাজার ৩৯০টাকা। চুক্তির তারিখ থেকে ১৮মাস মেয়াদ অর্থাৎ ২০২০সালের অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অদ্যাবধি মসজিদটির কাজ শেষ হয়নি।
এদিকে সারাদেশে চলমান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র একযোগে ১৭এপ্রিল ২০২৩ তারিখে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দীর্ঘ ৯মাস পেরিয়ে গেলেও হস্তান্তর কিংবা মুসলিমদের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়নি মসজিদটি। মডেল মসজিদের নির্মাণ কাজে ধীরগতির কারণে ক্ষুব্ধ এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ৪৮শতাংশ জমির ওপর নির্মাণাধীন মডেল মসজিদটি উদ্বোধনের ৯মাস পেরিয়ে গেলেও এখনও কাজই শেষ হয়নি। চারজন টাইল্স মিস্ত্রী মসজিদের সামনে টাইল্স কাটার কাজ করছে। সামনে টিন দিয়ে বেরা দেয়া রয়েছে। সীমানা প্রাচীর, ভেতর ও বাইরের সৌন্দর্য বর্ধন, পানি ও বিদ্যূৎ সরবরাহ লাইনসহ অনেক কাজ এখনও বাকি রয়েছে। টাইল্স এর কাজ করা এক মিস্ত্রি জানায়, আরো অন্তত ৪ মাসের কাজ বাকি আছে।
পাশ্ববর্তী অস্থায়ী মসজিদের মুসল্লি সিহাব রহমানসহ অনেকেই জানান, কাজের যে গতি তাতে এ বছরও মসজিদে নামাজ পড়া যাবে না মনে হচ্ছে। প্রধানমন্ত্রী মডেল মসজিদ উদ্বোধন করলেন, অথচ কাজ চলমান। কবে নাগাদ কাজ শেষ হবে এমন প্রশ্ন অনেকের।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস আলম বলেন, গোটা বাংলাদেশে সবগুলো মডেল মসজিদের প্রজেক্ট ১৮মাসের। কোন মডেল মসজিদই ১৮মাসে কাজ সমাপ্ত করতে পারেনি। বিভিন্ন সমস্যার কারণে কাজে বিলম্ব হয়েছে। কাজটি দেখভালের দায়িত্বে থাকা কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান বলেন, চিলমারী মডেল মসজিদের কাজ প্রায় শেষ। এমাসের শেষের দিকে হয়তো কাজটি হস্তান্তর করা হবে।
মডেল মসজিদের কাজ সমাপ্তে বিলম্ব হওয়ার প্রসঙ্গে ঠিকাদার আনিছুর রহমান লিটন জানান, মসজিদের জায়গায় গাছ এবং পুকুর থাকায় আমরা সাইড পেয়েছি প্রায় ২বছর পড়ে। তিনি বলেন, নির্মাণ সামগ্রীর ব্যয় বৃদ্ধি পাওয়ার পরও যে আমরা ১৮ সালের রেটে কাজ করতে পারছি এটাই বড়। মসজিদের কাজ বিধায় আমি কাজটি শেষ করার চেষ্টা করছি। অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়েছে। আশা করছি এ মাসেই কাজটি শেষ করে আসবো।
গণপূর্ত বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ জহির রাহয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )