যুগের খবর ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি, সীমান্ত, ভিসা জটিলতা এবং তিস্তা পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। চুক্তি অনুসারে ভারত চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করবে।
তিনি বলেন, রাখাইনের চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে যেন বাংলাদেশে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেহেলী সাবরীন বলেন, লিবিয়াতে আটক আরও ১৩৯ জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া সীমান্তে গুলিতে বিজিবির সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
Leave a Reply