আজকের তারিখ- Sat-15-03-2025
 **   চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক **   জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকের পর যা বললেন মির্জা ফখরুল **   সংগীতশিল্পী পারশার গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা **   আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব **   চিলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত **   ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক **   বিদেশের লিগে খেলতে যাচ্ছেন মাসুরা-রূপনা **   জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ **   সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে: প্রধান উপদেষ্টা **   নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরামের সদস্যদের সাথে স্থানীয় স্টেকহোল্ডারদের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

অভাব বঞ্চনায় কুড়িগ্রামের দ্বীপচর কৃষ্ণপুরের মানুষ

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের দ্বীপচর কৃষ্ণপুর এবং ফান্দেরচরের মানুষের দুর্বিসহ জীবন দৈনন্দিন অর্ধাহার-অনাহার দিন কাটে দারিদ্রতা-অভাব বঞ্চনায়। চরাঞ্চলের শিশু শিক্ষার আলো, স্বাস্থ্য সেবা ও পুষ্টির থেকে বঞ্চিত। বন্যা, অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষের মত প্রাকৃতিক দুর্যোগের শিকারগ্রস্ত। অপরদিকে এ চরাঞ্চলের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। শীতে বেশি বিপাকে আছেন ছিন্নমূল ও নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করে পরিবারের অন্ন জোটাতে কাজ করছেন।

প্রমত্তা ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমর বেষ্টিত বল্লভেরখাস ইউনিয়নের একটি অংশ। বর্ষাকালীন সময়ে কৃষ্ণপুর এবং ফান্দেরচরের চরাঞ্চলের মানুষের জীবন চিত্র কষ্টকিষ্ট বেদনাবিধুর। যাতায়াত আদিকাল হতে নৌকার উপর ও বালুচর হেটে নির্ভরশীলসহ শিক্ষা, চিকিৎসা নাজুক অবস্থার মাঝে কাটে জীবন প্রণালি। বালুচর আবাদ অনুপোযোগী হওয়ায় সেখানে চোখে পরে তরমুজের ফসল নানা প্রতিকূলতার মধ্যে আবাদ করার পর বন্যার করাল গ্রাসে প্রতি বছরই তা বিলীন হয়ে যায়। বন্যার সময় বাড়ি-ঘরে থাকে হাটুসম পানি। তখন মাচা কিংবা ভেলায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে। অধিকাংশ বসবাসকারী মানুষ কর্মহীন। জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে তারা সারা বছর দেশের বিভিন্ন অঞ্চলে শ্রম ফেরী করে। অনেকে নদীতে জাল ফেলে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালায়। সামর্থ না থাকায় অন্য কোথাও ঘর-বাড়ি নির্মাণ করে স্থায়ী বসবাস সম্ভব না হওয়ায় তারা অতিকষ্টে বসবাস করে। শিক্ষা স্বাস্থ্য সেবাপ্রাপ্তি তাদের কাছে স্বপ্নসম। উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়তে হলে নৌকায় নদী পাড়ি দিয়ে ধুধু বালুচর হেটে যেতে হয় কচাকাটা আসতে হয়। চিকিৎসা সেবা পেতে ঝাড়-ফুক, কবিরাজী অথবা হাতুড়ে ডাক্তারের স্মরনাপন্ন হতে হয়। ইউনিয়ন স্বাস্থ্যসেবা পেতে তাদের নদী পাড় হয়ে পায়ে হেটে মাদারগঞ্জ কমিউনিটি কিনিকে যেতে হয়। ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা তেমন একটা যান না।

আবুল কাশেম, মঞ্জুয়ারা বেগম ও জাহেদা বেগম বলেন, আমরা অদ্যাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করে আসছি। আমরা সরকারি সহযোগিতা এমনকি দাতা সংস্থার সহায়তা থেকে বঞ্চিত। জীবিকার অবলম্বন কুমিল্লা, ফেনী, টাঙ্গাইল, বগুড়া, ঢাকা ও সিরাজগঞ্জ ইত্যাদি জেলা কাজ করাসহ নদীতে মাছ ধরে ও বিক্রি করে জীবন যাপন করা। এখানকার কিছু বালুচর আবাদী হিসেবে পরিণত হয়েছে। ধান পাট ও চিনা ফসল নানা প্রতিকূলতার মধ্যে আবাদ করার পর বন্যার করাল গ্রাসে তা প্রতি বছরই বিলীন হয়ে যায়। বন্যার সময় বাড়ি-ঘরে থাকে হাটুসম পানি। তখন মাচা কিংবা ভেলায় পরিবার পরিজন নিয়ে বসবাস করি। প্রাকৃতিক দুর্যোগের কারণে সব সময় মোকাবেলা করতে হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কৃষ্ণপুর এবং ফান্দেরচরের মানুষের সকল সমস্যা সমাধানের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )