কুড়িগ্রাম প্রতিনিধি: দিনদিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কুড়িগ্রামের কৃষকদের। অল্প খরচে অধিক লাভের আশায় অনেক জমিতে এবার ভুট্টা চাষ করছে জেলার অনেক কৃষক।
তবে বেশি ভুট্টা চাষ করছে চরাঞ্চলের কৃষকরা। ভুট্টার ক্ষেতে রোগবালাই রক্ষার জন্য পরিচর্চা করছে কৃষকরা। চলতি মৌসুমে ১৬হাজার ৫শ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর প্রায় ১২শ হেক্টর জমিতে ভুট্টার আবাদ বেশি করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, জেলায় এবছর ১৬ হাজার ৫শ’ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ১২শ হেক্টর বেশি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ভুট্টা আবাদে তুলনামূলক খরচ অনেক কম হওয়ায় কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আশা করা হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা, মোগলবাসা, কাঁঠালবাড়ী ইউনিয়নের দাসেরহাট, আগমনী, নেপার দরগাসহ উপজেলার অনেক জায়গায় ভুট্টা চাষ করেছে। আবাদ ভালো হওয়ার জন্য ভুট্টা ক্ষেতে কেউ আগাছা পরিস্কার করছে কেউবা কান্দিতে মাটি দিচ্ছে।
কাঠাঁলবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার কৃষক মনছের আলী বলেন, অতিরিক্ত কুয়াশা আর ঠান্ডার কারণে ভুট্টার গাছ হেলে পড়তে পারে সে জন্য কান্দিতে মাটি দিচ্ছি। ক্ষেতে আগাছা পরিস্কারে কাজ করা হচ্ছে। এই আবাদে কম খরচে লাভ হয় বেশি হওয়ায় তিন বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছি।
একই এলাকার আজিবর রহমান জানান, যদি আবহাওয়া ভালো থাকে ভুট্টার এবারে আবাদ খুব ভালো হবে। অন্যান্য ফসলের চেয়ে এ আবাদে খরচ অনেক কম লাগে। আমি দুই বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি।
কুড়িগ্রাম সদর উপজেলার চরসিতাইঝাড় এলাকার কৃষক জয়নাল মিয়া বলেন, ভুট্টা চাষে খরচ কম লাভ বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর আবাদ বেশি হয়েছে। আশা করছি এবার ফলন ভালো হবে।
Leave a Reply